মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৭

মানুষ

পৃথীবিতে অনেক রকমের মানুষ রয়েছে থাকবেই।তারা সকলেই কি সৃষ্টির শ্রেষ্ট জীব মানুষ ।আমার মনে তা হয় না।কারন সকলেই সত্যিকারের মানুষ হলে দুনিয়ার বর্তমান অবস্থা এরকম হওয়ার কথা নয়।মানুষ হয়ে বিনা অপরাধে মানুষকে খুন করা।বিনা দোষে মানুষকে দোষী সাবস্ত্য করা।একে অপরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া।বড়দেরকে সন্মান না করা।মানুষে মানুষে বিভাজন।ছাএ হয়ে শিক্ষককে খুন করা।ছেলে হয়ে মা বাবাকে খুন করা।গুরুজনদের মান্য না করা।যা মানুষে নিম্ন পথে ঠেলে দিচ্ছে।সকল কিছুর অপব্যাখ্যা দেওয়া।আর বর্তমানে আরএকটি সন্ত্তাসের পথ শুরু হয়েছে।আর তা হলো ধর্মের নামে মানুষ হত্যা।কিন্তু কোনো ধর্মেই বিনা অপরাধে মানুষ হত্যার কথা বলা নেই।কিন্তু মানুষ তা ভুল বুঝে মানুষকে বিনা অপরাধে হত্যা করেই চলছে।আর তা তারা সঠিক কাজ মনে করেই করছে।আর আরেকটি জিনিষের অভাব তা হলো কেই তাদেরকে বুঝিয়ে বলে না যে এটি সঠিক পথ নয়।আর ধীরে ধীরে মানুষ মনুষ্যতকে ভুলে চলছে।যে কারনে বর্তমানে শিক্ষা অবনিতির দিকে ঢলে পরছে।ক্ষমতার অপব্যবহার বেরেই চলছে।সঠিক শিক্ষা দেওয়ার মতো মানুষ খুজে পাওয়া যাচ্ছে না।তাই আমাদের এ পথ থেকে বেরিয়ে আসতে হবে।সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে।তাই আমাদের সকলের উচিত নিজে সঠিক শিক্ষা গ্রহণ করা এবং অন্যকে সঠিক শিক্ষা নিতে বলা বা আদেশ করা।ছোটকাল থেকেই ছেলে-মেয়ের দেখাশোনা করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন