শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

আমার গ্রাম

আমার গ্রাম সাব্বির হোসেন আমাদের গ্রামের নাম বেতকান্দী।এটি সিরাজগন্জ্ঞ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত।আমাদের গ্রামে আয়তনে বড়,পাশবর্তি গ্রামের চেয়ে।আমাদের গ্রামে সাতটি পাড়া রয়েছে।আমাদের গ্রামে 10000 এর মত মানুষ বাস করে।আমাদের গ্রামের মানুষ খুবই সহজ সরল।আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর।আমাদের গ্রামে অনেক জায়গা জুড়ে সবুজ মনোরম সুন্দর মাঠ রয়েছে।অন্যন্য গ্রামের মত আমাদের গ্রামের মানুষও মাঠে ফসল ফলায়।আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ কৃষক।আমাদের গ্রামের ভেতর দুটি মাঝারি বিল রয়েছে।বর্ষাকালে এখানে মাছ পাওয়া যায়।আমাদের গ্রামে বিভিন্ন পেশার মানুষ রয়েছে।এর মধ্যে রয়েছে:চাকুরি-জীবী,নাপিত,জেলে ইত্যাদি।এদের মধ্যে অনেক বড় ধরনের সন্মানিত ব্যাক্তি রয়েছে।যারা সরকারের বিভিন্ন উচ্চপদে চাকরী করে।আমাদের গ্রাম শিক্ষার ক্ষেত্তেও উন্নত।আমাদের গ্রামে উচ্চপদে কর্মরত শিক্ষকরাও রয়েছেন।এছারা গ্রামে অনেক সমাজসেবকও রয়েছে।আমাদের গ্রামে সকল ধর্ম মত এর মানুষ একসাথে মিলেমিশে বাস করে।আমরা আমাদের গ্রামকে নিয়ে গর্ব করি।পরিশেষে বলা যায় আমাদের গ্রাম আদর্শ গ্রামের মডেল। (কেমন লাগল আমার গ্রামের গল্প)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন